শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, বইমেলা এবং পিঠা উৎসবের আয়োজন
ডিসিনিউজ ।। ঢাকা
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পালন করা হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আয়োজন করা হয় বইমেলা এবং পিঠা উৎসবের।
১৮ ফেব্রুয়ারি সেন্টারের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবক মন্ডলি এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন। ৫২’র ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এছাড়া আয়োজন করা হয় বইমেলা এবং পিঠা উৎসবের। সকাল ১০টা শিক্ষার্থী, অভিভাক ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর এবং ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কনভেনর মনিকা গমেজ, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, এডিসিও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, চিফ অফিসার সুইটি সি. পিউরীফিকেশন, মনিপুরীপাড়া সেবাসেন্টারের ম্যানেজার প্রফুল্ল এল. রোজারিও, সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগসসহ আরো অনেকে।
প্রথমে প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর এবং ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কনভেনর মনিকা গমেজ। এরপর ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং আমন্ত্রিত অতিথিগণ। ৫২’র ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ এবং অভিভাবকগণ।
এরপর আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য রাখেন এবং শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা গান, কবিতা আবৃত্তি, নাটিকাসহ দেশীত্ববোধক পরিবেশনা উপস্থান করেন। শেষে সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস তার ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।