ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন...

ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)

0
207

ডিসিনিউজ।।ঢাকা

১৮ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)।

সেসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, ডিরেক্টর সুব্রত রিচার্ড রোজারিও, প্রত্যেশ রাংসা, ষ্টেলা হাজরা, সদস্য সুশান্ত কুবি, রাজাবাজার খ্রিষ্টান কল্যাণ সমিতির প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ, ঢাকা ক্রেডিটের নারী কমিটির যুগ্ন সদস্য সচিব শিউলী মারীয়া ক্রুজ,  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারী কমিটির আহবায়ক সিসিলিয়া রোজারিও। এছাড়া উপস্থিত ছিলেন অনুপ হাদিমা, সেক্রেটারি, কেন্দ্রীয় সংসদ; ডেভিড চিরান, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সংসদ; প্যাট্রিক চিসিম, সভাপতি, ঢাকা মহানগর; তেনজিং ডিব্রা, যুগ্ন সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর; সুপ্ত আজিম, অর্থ সম্পাদক, ঢাকা মহানগর।

ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদকে তারা ফুলের শুভেচ্ছা প্রদান করেন এবং বর্তমানের মত ভবিষ্যতেও এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।