শিরোনাম :
২১ শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদের প্রতি ঢাকা ক্রেডিট ও বিসিএ’র শ্রদ্ধা নিবেদন
ডিসিনিউজ ।। ঢাকা
‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশে ফেব্রæয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের তালে শহীদ মিনারের সকালের প্রভাত ফেরিতে অংশ নেয় দেশের সর্ব বৃহৎ সমবায় প্রতিষ্ঠান ‘ঢাকা ক্রেডিট’ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজের নেতৃত্বে ২১ শে ফেব্রুয়ারির সকালে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, কর্মী এবং সদস্যরা। এ সময় আরো ছিলেন বোর্ড অব ডিরেক্টর মনোজ ক্লেমেন্ট গমেজ, ক্রেডিট কমিটির সদস্য বকুল রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমজে, সদস্য মারয়িা ডি’কুনা, মলয় নাথ, ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিওসহ আরো অনেকে।
সেই সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)। এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও যুগ্ম-মহাসচিব সুব্রত হাজরা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বহরের নেতৃত্ব দেন। এসোসিয়েশনের বহরে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, নির্বাহী সদস্য ভিক্টর রেসহ আরো অনকে।
ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাতের দ্বিতীয় প্রহরে জাতীয় শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার কল্যাণ কামনা করেন।
অপর দিকে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের আত্মার কল্যাণ কামনার্থে বিবৃতি দেন। তারা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলের কাছে আহ্বান জানান, ‘সবাই যেন মাতৃভাষা বাংলার শুদ্ধ চর্চা করেন। মায়ের ভাষার মর্মার্থ হৃদয়ে ধারণ করে বাঙালির মূল্যবোধকে তুলে ধরতে সবাই যেন সচেষ্ট হয়।’
বিসিএস প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘শুদ্ধ বাংলা চর্চার মাধ্যমে আমরা যেমন ভাষার প্রতি শ্রদ্ধা জানাই, তেমনি বাংলার অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা যেন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।’
হালকা কুয়াশার চাদরে ঘেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শহীদদের স্তম্ভ শহীদ মিনার। লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত আজ ভাষা সৈনিকের পদতল। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীর মিনার চত্ত্বর। মাইকে বেজে চলেছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি, আমি কি ভুলিতে পারি’। কারো মধ্যে তাড়াহুড়ো নেই, সবাই সারি বেধে খালি পায়ে এগিয়ে যাচ্ছে শহীদ বেদিতে।
মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রথম প্রহরেই ১২ টা ১মিনিটে শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার কল্যাণ কামনা করেন। এরপর একে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, স্কুল-কলেজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।