ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতালের মেডিকেল সার্ভিসেস পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল ব্রাইন...

ডিভাইন মার্সি হাসপাতালের মেডিকেল সার্ভিসেস পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল ব্রাইন হালদার

0
442

ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের নির্মিতব্য ডিভাইন মার্সি হাসপাতাল লি:’র মেডিকেল সার্ভিসেস পরিচালক হিসেবে বিগ্রেডিয়ার জেনারেল ব্রাইন বানকিম হালদার (এলপিআর) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী ১ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য হাসপাতালে যোগদান করবেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি, আনুষ্ঠানিকভাবে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তাঁকে নিয়োগপত্র প্রদান করেন। নিয়োগপত্র প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও হাসপাতাল কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ, হাসপাতালের সিইও মেজর জেনারেল জন গমেজ (অব:), হাসপাতালের প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিওসহ আরো অনেকে।

বিগ্রেডিয়ার জেনারেল ব্রাইন বানকিম হালদার ৩৪ বছর সেনাবাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল, ময়মানসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাগেরহাট জেলার মংলায় জন্মগ্রহণ করেছেন।

উল্লেখ্য, ঢাকা ক্রেডিট সদস্যসহ দেশের আপামর জনগণের আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা প্রদানের লক্ষে কালীগঞ্জের মঠবাড়ীতে ৩শ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। অতি শিঘ্রই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হবে।