শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার পল সিকদার
ডিসিনিউজ ॥ ঢাকা
মায়ার বাঁধন ছিন্ন করে পরপারে চলে গেলেন পল সিকদার। ৩ মার্চ, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।
৪ মার্চ, সকালে সাভার ধরেন্ডা গির্জায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। পল সিকদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে চীফ অফিসার জোনাস গমেজ এবং স্বপন রোজারিও পল সিকদারের অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন। তাকে সমাহিত করার পর তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
পল সিকদার ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তার স্থায়ী নিবাস রাজাসন, সাভার, ঢাকা। তিনি ঢাকা ক্রেডিটে ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট ছয় বার ডিরেক্টর নির্বাচিত হন এবং ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকা ক্রেডিটের ট্রেজারারের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। তিনি ব্যক্তিগত জীবনে ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন।