ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
207

ডিসিনিউজ ।। গাজীপুর
অনুষ্ঠিত হলো ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা।

৪ মার্চ, সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সেক্রেটারি রানা জে. রোজারিও’র সঞ্চালনায় চেয়ারম্যান রঞ্জিত পালমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব’র চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ। উত্তম মেষপালক গির্জার পাল-পুরোহিত কুঞ্জন মেবার্ট কুইয়া, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনোজ ক্লেমেন্ট গমেজ এবং ক্রেডিট কমিটির সদস্য বকুল রোজারিওসহ আরো অনেকে।

সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্যে ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র সকল গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং সমিতির সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
রেজিষ্ট্রেশন, প্রারম্ভিক প্রর্থনা ও সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কার্যসূচী অনুযায়ী বার্ষিক হিসাব-নিকাশ, ঋনদান কমিটির প্রতিবেদন ও কর্মসূচী শেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সভা শেষ হয়।