ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল বন্ড ৪র্থ বর্ষ লটারী ড্র -২০২৩

ডিভাইন মার্সি হাসপাতাল বন্ড ৪র্থ বর্ষ লটারী ড্র -২০২৩

0
186

ডিসিনিউজ।।ঢাকা

২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার, সন্ধ্যা ৬:০০ টায় ঢাকা ক্রেডিটের বি. কে. গুড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ডিভাইন মার্সি হাসপাতাল বন্ড ৪র্থ বর্ষ লটারী ড্র -২০২৩ ।

প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ষ্টেলা হাজরা। এরপর স্বাগত বক্তব্য এবং লটারী ড্র -এর উদ্ভোধন ঘোষণা করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং। এরপর বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ। লটারী ড্র সমাপ্ত হওয়ার পর ধন্যবাদ বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ। ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজের প্রার্থনার মাধ্যমে ডিভাইন মার্সি হাসপাতাল বন্ড ৪র্থ বর্ষ লটারী ড্র -২০২৩ সমাপ্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ডিরেক্টর ষ্টেলা হাজরা, সুব্রত রিচার্ড রোজারিও, মনিকা গমেজ, মনোজ ক্লেমেন্ট গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য পংকজ লরেন্স কস্তা, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ডিভাইন মার্সি হাস্পাতালের একাউন্টস এন্ড ফাইন্যান্স ডিরেক্টর শীরেন সিলভেস্টার গমেজ, সিও জোনাস গমেজ, বিপুল গমেজ, খোকন কস্তা, স্বপন রোজারিও সহ ঢাকা ক্রেডিটের অন্যান্য কর্মীবৃন্দ।

ডিভাইন মার্সি হাসপাতাল বন্ড ৪র্থ বর্ষ লটারী ড্র -২০২৩ মোট ১০০ টি পুরষ্কার প্রদান করা হয়।