ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভূরুলিয়া প্রগতি সংঘের প্রায়শ্চিত কালীন শিক্ষা সেমিনার ২০২৩

ভূরুলিয়া প্রগতি সংঘের প্রায়শ্চিত কালীন শিক্ষা সেমিনার ২০২৩

0
938

ডিসিনিউজ।।কালীগঞ্জ

১০ মার্চ ঢাকার কালীগঞ্জ উপজেলার ভূরুলিয়া গ্রামের ভূরুলিয়া প্রগতি আর্জিনা শিশু শিক্ষালয়ে প্রতিবছরের ন্যায় ভুরুলিয়া প্রগতি সংঘ প্রায়শ্চিত কালীন শিক্ষা সেমিনারের আয়োজন করে।

সেমিনারে উপস্থিত ছিলেন নাগরী ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার বিশ্বজিৎ বর্মন, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ব্রাদার শোভন গমেজ, কুমুদিনী নার্সিং ইনষ্টিটিউটের  অধক্ষ্য সিষ্টার রিনা ম্যাগডালিনা ক্রুশ এসএমআরএ, র্নিমলা নিকেতন কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা সিষ্টার রিনা সিসিলিয়া কস্তা আর.এন.ডি.এম, র্নিমলা নিকেতন কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষিকা সিষ্টার রিক্তা গমেজ আর.এন.ডি.এম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুরুলিয়া গ্রাম পরিষদের সদস্য, সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্যগন সহ দুই শতাধিক ছাত্র-ছাত্রী সহ গ্রামবাসি।

“মনে প্রানে আমার কাছে এসো” মূলসুর এর উপর বক্তব্য রাখেন শ্রদ্ধেয়  ফাদার বিশ্বজিৎ বর্মন। তিনি বলেন , “সাতটি রিপুকে ঝেড়ে ফেলে, যীশুর সান্নিধ্য আরো বেশি করে কি করলে পাওয়া যাবে, যীশুর যাতনাভোগ ও  পুনরুত্থানের তাৎপর্য আমরা আমাদের জীবনে কি ভাবে বহন করছি  এ বিষয়ে সহভাগিতা করেন তিনি।