শিরোনাম :
ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উদযাপন
১৬ মার্চ, বৃহস্পতিবার, ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল ১০.৩০ থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিচার প্যাটসী ডোনা গমেজ।
অনুষ্ঠানের শুরুতে কয়েকজন ছাত্রছাত্রী বঙ্গবন্ধু সম্পর্কে তাদের ধারনা প্রকাশ করে এবং সকলে একসাথে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করে।
পরে সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং সবাইকে ভাল কাজ করতে অনুপ্রানিত করে।
পরে দলীয় গান “আমরা করব জয়” পরিবেশিত হয়। এরপরে শিশুরা তাদের শ্রেনী অনুযায়ী বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করে, পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস, শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।