শিরোনাম :
চলতি বছরেই বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাশূন্যে উৎক্ষেপণ: বিটিআরসি চেয়ারম্যান
(ফাইল ছবি)
বিটিআরসি চেয়ারম্যান ড. হজাহান মাহমুদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ফ্লোরিডা থেকে মহাশূন্যে উৎক্ষেপণ করা হবে
গতকাল শনিবার (৪ মার্চ) আমেরিকার ওয়াশিংটনে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আইসিটি নীতিমালা গ্রহণ এবং সেই নীতিমালা বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়কে ‘ডিজিটাল বাংলাদেশের জনক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, টেলিকমিউনিকেশন সেক্টরে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। শেখ হাসিনা সরকারের সঠিক এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ এবং জয়ের নির্দেশনায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট-সুবিধা ছড়িয়ে পড়েছে। ১৬ কোটি মানুষের বাংলাদেশে ১৪ কোটি মোবাইল ফোন চালু রয়েছে। ২০ কোটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে। বাংলাদেশের শহর থেকে গ্রামের কোটি কোটি মানুষ আজ ইন্টারনেট ও মোবাইল সেবা গ্রহণ করছে প্রতিদিন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, দ্বিতীয় সাবমেরিন কেব্ল বাংলাদেশে সংযোগ স্থাপন করেছে এবং খুব শিগগির বাংলাদেশে ফোরজি এলটিই সেবা চালু হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চমধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হবে।
পরে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মেট্রো ওয়াশিংটন এরিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডাটাগ্রুপের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বঙ্গবন্ধু স্যাটেলাইটসংক্রান্ত বৈঠকে যোগদানের জন্য ৩ মার্চ ওয়াশিংটনে এসে পৌঁছেছেন। সোম ও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। আগামী বুধবার তিনি ওয়াশিংটন থেকে সানফ্রান্সিসকোয় যাবেন।
এসএস/আরপি/আরবি/৫ মার্চ, ২০১৭