ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বিশপীয় ভক্তজনগন বিষয়ক কমিশন এর আওতাধীন নারী বিষয়ক দপ্তর কর্তৃক আন্তর্জাতিক নারী...

বিশপীয় ভক্তজনগন বিষয়ক কমিশন এর আওতাধীন নারী বিষয়ক দপ্তর কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

0
176

ডিসিনিউজ।।ঢাকা

১৮ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দে ঢাকার সিবিসিবি সেন্টারে বিশপীয় ভক্তজনগন বিষয়ক কমিশন এর আওতাধীন নারী বিষয়ক দপ্তর কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। নারী দিবসের মূলসুর ছিলো ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’।

মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও  সিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী বিষয়ক দপ্তরের আহবায়ক রীতা রোজলিন কস্তা। মূল বিষয়ের উপর বক্তব্য এবং আলোচনা করেন ফ্রি-ল্যান্স কনসালটেন্ট আফজালুন্নেসা চৌধুরী এবং সিসিডিবি এর নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিশপীয় ভক্তজনগন বিষয়ক কমিশনের সেক্রেটারি থিওফিল নকরেক, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর ভাইস প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক সিস্টার সাগরিকা গমেজ সিএসসি। অনুষ্ঠানে দুইজন সফল নারী ( রেবেকা কুইয়া এবং মুন নকরেক ) -এর জীবনের গল্প সবার সম্মুখে সহভাগিতা করা হয়।

অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ডিরেক্টর মনিকা গমেজ, ষ্টেলা হাজরা, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ এবং প্রাক্তন ডিরেক্টর পাপিয়া রিবেরুসহ বিপুল সংখ্যক খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।

নারী বিষয়ক দপ্তরের আহবায়ক রীতা রোজলিন কস্তা -এর ধন্যবাদ জ্ঞাপন এবং সিস্টার মিনতি রোজারিও সিএসসি -এর প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।