শিরোনাম :
হারবাইদ ফুলকুঁড়ি শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ডিসিনিউজ।।ঢাকা
১৯ মার্চ, হারবাইদ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় হারবাইদ ফুলকুঁড়ি শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ -এর প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাজী মোঃ আব্দুস সালাম, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হারবাইদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মো: আবু নাঈম রিপন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ -এর পৃষ্ঠপোষকতায় ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১, ৪২ নং ওয়ার্ড -এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাব জ্যোৎস্না বেগম এবং হারবাইদ ফুলকুঁড়ি শিক্ষালয়ের সভাপতি ও দাতা সদস্য প্যাট্রিক রোজারিও। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর সেক্রেটারি মাইকেল জন গমেজ।
হারবাইদ ফুলকুঁড়ি শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ -এর স্বাগত বক্তব্য প্রদান করেন হারবাইদ ফুলকুঁড়ি শিক্ষালয়ের প্রিন্সিপাল ফ্রান্সিস রোজারিও মিলন। তিনি বলেন, একটি শিশুকে গড়ে তুলতে শিক্ষকরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। শিক্ষকদের কাছ থেকেই একজন শিশু মূল্যবোধ শিখতে পারে এবং তার জীবন গড়ার শিক্ষা স্কুল থেকেই গ্রহণ করে শিক্ষকদের মাধ্যমে। হারবাইদ ফুলকুঁড়ি শিক্ষালয় সবসময় শিশুদের মানসিক বিকাশ এবং শিক্ষা প্রদানে কাজ করে আসছে।
প্রধান অতিথি দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ -এর প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের মানষিক বিকাশ এবং শারীরিক বৃদ্ধির জন্য ক্রীড়া অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সন্তানদের নিজেদের মতো করে বেড়ে উঠতে দিন, সন্তানের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন নাহ। যে পেশা সন্তানের ভালো লাগে তাঁরা নিজেরা বেছে নিবে, তাহলেই ভবিষ্যতে নিজেদের জীবনে ভালো করতে পারবে তারা।
গেস্ট অব অনার দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ঢাকা ক্রেডিট সব সময় শিশু-কিশোর এবং যুবকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও হারবাইদ ফুলকুঁড়ি শিক্ষালয়ের পাশে থাকবেন বলে জানান তিনি। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের শুভেচ্ছা জানান। যারা বিজয়ী হতে পারেনি তাদেরও বলেন আরো চেষ্টা করতে, ভবিষ্যতে তাহলে সফলতা আসবেই।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর সেক্রেটারি মাইকেল জন গমেজ বলেন, ভালো মানুষ হওয়ার জন্য নিয়মিত পড়াশোনা, সহশিক্ষাকার্যক্রম চর্চা ছাড়া বিকল্প কিছু নেই। শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার গুণগুলো চর্চা করতে হবে। তোমরাও এভাবে নিজেকে প্রস্তুত করে এগিয়ে যাও। তোমরা সফল হবেই।’
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমন্ত্রিত অতিথিগণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।