ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জাফলংয়ের সাধু প্যাট্রিক গির্জার পর্ব পালন

জাফলংয়ের সাধু প্যাট্রিক গির্জার পর্ব পালন

0
295

ডিসিনিউজ ।। জাফলং, সিলেট
স্থানীয় খ্রিষ্টভক্তদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে পালন করা হলো জাফলংয়ের সাধু প্যাট্রিকের পর্ব।

১৯ মার্চ, সাধু প্যাট্রিকের গির্জায় এই পর্ব পালন করা হয়। পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন রাজশাহীর ঝরাগোপালপুরের ফাদার ভ্যালেনটাইন তালাং ওএমআই। তাকে সহযোগিতা করেন জাফলং গির্জার পাল-পুরোহিত কল্লোল রোজারিও।

পর্ব উপলক্ষে স্থানীয় খ্রিষ্টভক্তরা নিজেদের প্রস্তুতিস্বরূপ ৯ দিনের নভেনা প্রার্থনায় অংশগ্রহণ করেন। এরপর ১৯ মার্চ রোববার পর্ব উপলক্ষে বিশেষ খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
এ সময় ফাদার কল্লোল সাধু প্যাট্রিকের জীবনের ৯টি গুন নিয়ে ধ্যান করে নিজেদের পরিচালনার আহবান জানান। তিনি বলেন, ‘সাধু প্যাট্রিক ফ্রান্স দেশে বাণী প্রচার করেছেন। তিনি জীবনে ৯টি গুন নিয়ে জীবন পরিচালনা করেছেন। আমাদেরও তাঁকে অনুসরণ করে জীবনপথে এগিয়ে যেতে হবে।’ এ সময় তিনি সকলকে পর্বীয় শুভেচ্ছা জানান।

খ্রিষ্টযাগের উপদেশে ফাদার ভ্যালেনটাইন সাধু প্যাট্রিকের উপর আলোচনা করে খ্রিষ্টভক্তদের তার আদর্শ অনুসরণ করার জন্য আহবান জানান।
খ্রিষ্টযাগের শুরুতে র‍্যালি করে খ্রিষ্টভক্তরা গির্জায় প্রবেশ করেন। এরপর সাধু প্যাট্রিকের ৯টি গুন স্বরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এরপর শুরু হয় পর্বীয় খ্রিষ্টযাগ।
এ দিন খ্রিষ্টভক্তদের নিয়ে এক মিলন ভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য জাফলংয়ের সাধু প্যাট্রিকের গির্জাটি সিলেট বিভাগের শেষ প্রান্তে অবস্থিত। ভারতের সীমান্তঘেষা মেঘালয়ের পাদদেশে খাসিয়া জনগোষ্ঠিদের বাস। ধর্মপল্লীতে প্রায় ১৬০টি খ্রিষ্টান পরিবার বাস করেন। তারমধ্যে প্রায় একশোটি পরিবার কাথলিক এবং বাকি ৬০টি পরিবার প্রেসবেটিয়ান চার্চের অন্তর্ভূক্ত। সীমান্তঘেষা এই ধর্মপল্লীতে ফাদার কল্লোল প্রায় দেড় বছর ধরে আদিবাসীদের খ্রিষ্টীয় সেবা দিয়ে যাচ্ছেন।