ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে নার্সিং পেশায় ভর্তি বিষয়ক সেমিনার

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে নার্সিং পেশায় ভর্তি বিষয়ক সেমিনার

0
223

ডিসিনিউজ।।ঢাকা

অনুষ্ঠিত হলো ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে নার্সিং পেশায় ভর্তি বিষয়ক সেমিনার।

২৫ মার্চ, ঢাকা ক্রেডিটের বি. কে গুড কনফারেন্স হলে নার্সিং পেশায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টা থেকে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়। প্রায় ৭৫ জন শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ফাউন্ডেশনের সেক্রেটারি এবং ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ’র হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সিস্টার মেরী নিবেদিতা রিবেরু এসএমআরএ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা জ্যাক পারভেজ রোজারিও, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স পারুল জোসেফিন রোজারিও এবং তুলি কস্তা,  ঢাকা ক্রেডিটের মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার সোহেল রোজারিও। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।

প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সিস্টার মেরী নিবেদিতা রিবেরু এসএমআরএ । এরপর তিনি সকলের উদ্দেশ্যে নার্সিংয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান বাবু মার্কুজ গমেজ।

ক্যারিয়ার হিসেবে নার্সিং পেশা এবং এর দৃষ্টিভংগি বিষয়ে আলোচনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও। নার্সিং ভর্তি পরিক্ষায় কিভাবে প্রস্তুতি  নিতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা জ্যাক পারভেজ রোজারিও। সরকারি চাকুরি হিসেবে নার্সিং পেশা এবং এর ভর্তি প্রক্রিয়া এবং পরবর্তী ধাপ সম্পর্কে আলোচনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স পারুল জোসেফিন রোজারিও এবং তুলি কস্তা। আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ এই বিষয়ে আলোচনা করেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার সোহেল রোজারিও।

এদিন শিক্ষার্থীদের একটি বিশেষ মডেল টেস্ট নেওয়া হয় এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সেমিনারে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভবিষ্যতে নার্সিং ক্যারিয়ার গঠনে সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তাবৃন্দ। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই সেমিনাররে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে ক্যারিয়ার বিষয়ক এই ধরনের সেমিনার আরও আয়জনের কথা জানান।