ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট পরিবারের মহান স্বাধীনতা দিবস পালন

ঢাকা ক্রেডিট পরিবারের মহান স্বাধীনতা দিবস পালন

0
193

ডিসিনিউজ।। ঢাকা

ঢাকা ক্রেডিট পালন করলো মহান স্বাধীনতা দিবস।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ২৫ মার্চ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং নিহত শহিদের আত্মার কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনসহ সকল কর্মীবৃন্দ।

এ সময় অতিথিরা মহান মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ সংগ্রামের ফসল স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ‘আমরা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের ফসল আমাদের স্বাধীনতা। স্বাধীনতা লাভ করা যেমন কঠিন, কিন্তু স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। তাই আমাদের সচেতন এবং দেশত্ববোধে বলীয়ান হয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে।’

‘মুক্তিযুদ্ধে আমাদের খ্রিষ্টানদের অবদান অনেক। আমরা সংখ্যায় কম হলেও, মুক্তি সংগ্রামে অনেক বড় ভ‚মিকা রেখেছি। আমাদের অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা সন্মুখ সারীতে থেকে পাকহানাদারের মোকাবেলা করেছেন’ বলেন বক্তারা। এ সময় তারা মুক্তিযুদ্ধে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠান শেষে সকলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।