ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের মহান স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের মহান স্বাধীনতা দিবস উদযাপন

0
169

ডিসিনিউজ।।ঢাকা

নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল উদযাপন করলো মহান স্বাধীনতা দিবস।

২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ম পবের্র চিত্রাংকন প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীগণ তিনটি ভাগে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল ছাড়াও অন্যান্য স্কুলের মোট ১০৩ জন ছাত্র/ছাত্রীসহ অংশগ্রহণ করেন। চিত্রাংকনের বিষয়বস্তু ছিল ক বিভাগ- ইচ্ছেমত, খ বিভাগ- নদী ও নৌকা, গ বিভাগ- বাংলাদেশের কৃষি-কৃষক, ঘ বিভাগ-বাংলাদেশের উৎসব। ২য় পর্বে ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য সকলের হৃদয়ে ধারন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের ত্যাগের আদর্শকে জীবনের পাথেয় করে দেশ গড়ার কাজে সকলকে নিয়োজিত হতে হবে।’

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল দেশত্ববোধক গান, নাচ ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষক হেমন্ত মালো ও চন্দনা কস্তা।