ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিট পরিবার বরণ করে নিলো বাংলা নতুন বছর ১৪৩০

ঢাকা ক্রেডিট পরিবার বরণ করে নিলো বাংলা নতুন বছর ১৪৩০

0
346

ডিসিনিউজ।। ঢাকা
১৩ এপ্রিল, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়, বর্ধিত অফিসসহ সকল সেবাকেন্দ্রে পালন করা হয় বাংলা নতুন বছর ১৪৩০

প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিও জোনাস গমেজ এবং স্বপন রোজারিওসহ সকল কর্মীবৃন্দ। প্রথমে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। বৈশাখের গানে নৃত্য এবং দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। ঢাকা ক্রেডিটের বর্ধিত অফিসেও শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বর্ধিত অফিসের সকল কর্মীবৃন্দ।

এদিন সকল কর্মীবৃন্দ বৈশাখের সাজে উপস্থিত ছিলেন। কর্মীবৃন্দ একে অপরের সাথে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।