ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized অনুষ্ঠিত হলো ভূরুলিয়া প্রগতি সংঘের ইস্টার পুনর্মিলনী ও বাংলা নবর্বষ-১৪৩০ বঙ্গাব্দ

অনুষ্ঠিত হলো ভূরুলিয়া প্রগতি সংঘের ইস্টার পুনর্মিলনী ও বাংলা নবর্বষ-১৪৩০ বঙ্গাব্দ

0
265

ডিসিনিউজ।।ঢাকা

ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে প্রতি বছরের ন্যায় এবছরও ভূরুলিয়া প্রগতি সংঘ আয়োজন করে ইস্টার পুনর্মিলনী ও বাংলা নবর্বষ-১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।

গাজীপুর জেলার নাগরী ইউনিয়নের ভূরুলিয়া গ্রামে এই মেলার আয়োজন করা হয়। ১৪ এপ্রিল সারাদিনব্যাপী চলে এ আনুষ্ঠান। মেলার আকর্ষণ ধরে রাখতে আয়োজন করা হয় দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট- বড় সকল বয়সের ছেলে-মেয়েরাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মেলায় শিশুদের ঐতিহ্যবাহী খেলনাসামগ্রী, খাবার, নিমকি, সন্দেশসহ অনেক ধরনের খাবার ও পণ্যসামগ্রীর সমাবেশ দেখা য়ায়। সর্বস্তরের জনগনের জন্য পান্তা-ইলিশ খাওয়ার মধ্যদিয়ে ইস্টার সানডে পুনর্মিলনী ও পহেলা বৈশাখ-১৪৩০ এর  আনুষ্ঠানিক শুভ সূচনা হয় এবং দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ঢাকা এবং  দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) -এর চেয়ারম্যান  আগষ্টিন পিউরিফিকেশন,  গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নাগরী  খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: -এর , চেয়ারম্যান ফিলিপ গমেজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার খোকন গমেজ, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার লিটন রিবেরু সি.এস.সি, নাগরী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো: মনির খান । এছারাও উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ঢাকা -এর সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলসহ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ঢাকা এর ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ও নাগরী  খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ব্যবস্থাপনা কমিটির সদস্যরা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুলিয়া প্রগতি সংঘের বতর্মান সভাপতি মি. তুষার ক্রুশ।

সভাপতি মি. তুষার ক্রুশ ইস্টার পুনর্মিলনী ও পহেলা বৈশাখীমেলা সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহব্বান করেন এবং ধন্যবাদ প্রদান করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।