ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে “ঈদ উৎসব পালন।”

ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে “ঈদ উৎসব পালন।”

0
222

ডিসিনিউজ।।ঢাকা
১৭ এপ্রিল, ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে উদযাপন করা হয় ঈদ উৎসব অনুষ্ঠান। সকাল ১০.৩০ অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন টিচার অঞ্জলী মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস, শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” গানটি গাওয়া হয়।পরে সেন্টারের প্রিন্সিপাল তার বক্ত্যবের মাধ্যমে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও ভিডিও কিøপ এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে বিষয় টি টিচার অঞ্জলী মন্ডল ব্যাখ্যা করে। এরপর একে একে ছাত্রছাত্রীরা গান, নাচ ইত্যাদি পরিবেশন করে।

পরে গ্রুপ এ্যাক্টটিভির মাধ্যেমে অনুষ্ঠান শেষ করা হয়।