ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে খ্রিষ্টান নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন

মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে খ্রিষ্টান নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন

0
192

ডিসিনিউজ।।ঢাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি জন মাইকেল গমেজ।

এ ছাড়াও মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁরা বলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় তার প্রচেষ্টা বিগত দিনের ন্যায় আগামী দিনেও অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে খ্রিষ্টান সম্প্রদায় সর্বদা তাঁর পাশে থাকবে।

নেতৃবৃন্দ তাঁদের বিবৃতিতে সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে নিষ্ঠা ও দক্ষতার সাথে দুই মেয়াদে দায়িত্বপালন করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একই সাথে তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন মো. সাহাবুদ্দিন। সোমবার সকাল ১১টার সময় শপথবাক্য পাঠ করেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এদিন উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নব নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক চেয়ার বদল করেন তিনি। তারপরে শপথ নথিতে সই করেন নতুন রাষ্ট্রপতি।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মন্ত্রিপরিষদ ও তিন বাহিনীর প্রধানরা।