ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট পরপারে চলে গেলেন ইরা মন্ডল

পরপারে চলে গেলেন ইরা মন্ডল

0
286

ডিসিনিউজ ।। ঢাকা

সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন ইরা মন্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে ২৮ এপ্রিল, সকাল ৯টায় ঢাকার ইস্কাটনে ছেলের বাসায় মারা যান।

প্রয়াত ইরা মন্ডল ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডলের মা। জীবিতকালে তিনি ছিলেন একজন আদর্শ মা ও ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত। তার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি জন মাইকেল গমেজ শোক প্রকাশ ও বিদেহী আত্মার চিরকল্যাণ কামনা করেন। তারা বলেন, ‘আমরা আমাদের ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোশী মন্ডলের মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ঈশ্বর তাঁর ভক্তকে নিজের কাছে টেনে নিয়েছেন নিজ পরিকল্পনানুসারে। আশা করি তিনি ঈশ্বরের কোলে আশ্রয় পেয়েছেন। ঈশ্বর যেন শোকসন্তপ্ত পরিবারকে আশীর্বাদ করেন এবং শোক বইবার শক্তি দেন।’

অপর দিকে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে ইরা মন্ডলের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ দিন বিকেলে ইস্কাটনের বাসায় প্রেসিডেন্টের নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, বোর্ড অব ডিরেক্টর স্টেলা হাজরা, মনোজ ক্লেমেন্ট গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান পংকজ বার্নার্ড ডি’রোজারিও, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সদস্য সুশান্ত কুবি, সুপারভাইজরি কমিটির সদস্য মলয় নাথ, সদস্য মারীয়া ডি’কুনা এবং সিও স্বপন রোজারিও প্রমুখ এক সংক্ষিপ্ত প্রার্থনায় অংশ নেন এবং বিদেহীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সন্ধ্যায় ইরা মন্ডলের মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে আগামীকাল সকাল ১০টায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর তাকে সমাহিত করা হবে।