শিরোনাম :
ঢাকা ক্রেডিটের ৭ম কৌশলগত পরিকল্পনার প্রথম ফোকাস গ্রুপের ডিসকাশন শুরু
ডিসিনিউজ ।। ঢাকা
২৯ এপ্রিল, ঢাকা ক্রেডিটের ৭ম কৌশলগত পরিকল্পনার প্রথম নারী ফোকাস গ্রুপের ডিসকাশন সমিতির মঠবাড়ীস্থ ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
ডিসকাশনের শুভ উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (স্ট্যাটেজি ও ডেভেলপমেন্ট) ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন। ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ৭ম কৌশলগত পরিকল্পনার ফোকাস গ্রুপ ডিসকাশনের উদ্দেশ্য তুলে ধরেন। ফোকাস গ্রুপ ডিসকাশন পর্বটি পরিচালনা করেন সমিতির নারী বিষয়ক উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জু মারিয়া পালমা। ডিসকাশনে পাগাড়, মাউসাইদ, ভাদুন, নাগরী, তুমিলিয়া, রাঙ্গামাটিয়া ও দড়িপাড়া ধর্মপল্লী থেকে ২০জন নারী সদস্য অংশগ্রহণ করেন। ডিসকাশনে অন্যান্যের মধ্যে কালীগঞ্জ উপজেলা নারী মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলা রোজারিও, ঢাকা ক্রেডিটের চিফ অফিসার (প্রোগ্রাম এন্ড প্রটোকল) স্বপন রোজারিও, সাধনপাড়া সেবাকেন্দ্রের ম্যানেজার ঝুমা রিবেরু, তুমিলিয়া সেবাকেন্দ্রের ইনচার্জ জয়ন্তী রোজারিও, নাগরী সেবাকেন্দ্রের ইনচার্জ শিশির বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের স্বত:স্ফুত অংশগ্রহণে ডিসকাশনটি প্রাণবন্ত হয়ে উঠে।