ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০৪ জানুয়ারী ২০২৫
বাংলা : ২০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট কর্তৃক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মীদের প্রদান করা হলো ঋণ ব্যবস্থাপনা...

ঢাকা ক্রেডিট কর্তৃক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মীদের প্রদান করা হলো ঋণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

0
227

ডিসিনিউজ ।। ঢাকা
২২ মে, মঠবাড়ী ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী ঢাকা ক্রেডিট কর্তৃক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মীদের প্রদান করা হয় ঋণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।
সকালে ঢাকা ক্রেডিটের সেলস্ ম্যানেজার ইলিয়াস পিন্টু কস্তার সঞ্চালনায় পরিচিতি পর্ব ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে ঋণ ব্যবস্থাপনা কি, উদ্দেশ্য, নীতিমালা ও গুরুত্ব, ঋণের আবেদন প্রক্রিয়া, ঋণ আবেদনের প্রয়োজনীয় সংযুক্তিসমূহ, ৫ঈ আলোকে ঋণের আবেদন বিশ্লেষণ, ঋণ আবেদন অনুমোদন প্রক্রিয়া, ঋণ বিতরনের পূর্বে প্রয়োজনীয় করণীয়, ঋণ বিতরন পদ্ধতি- ঢাকা ক্রেডিটের ক্রেডিট অপারেশনস্ ডিপার্টমেন্টের ম্যানেজার প্রবীন পিউরীফিকেশন এবং ঋণ মনিটরিং, ঋণ আদায় ও খেলাপী ব্যবস্থাপনা, চঊঅজখঝ না এর আলোকে ঋণ বিতরন ও খেলাপীর হার নির্ধারন বিষয় নিয়ে লোন ইনভেস্টিগেশন এন্ড রিকোভারি ডিপার্টমেন্টের ম্যানেজার রিচার্ড রোজারিও বিষয়ভিত্তিক আলোচনা করেন। এ ছাড়াও দলীয় কাজের মাধ্যমে প্রশিক্ষণে বিভিন্ন বিষয় শেখানো হয়।

প্রশিক্ষণে মুক্ত আলোচনায় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ঢাকা বহুমুখী সমবায় সমিতির ভাইস-চেয়ারম্যান শামূয়েল সরকার বলেন, ‘প্রথমে তিনি এই প্রশিক্ষণে আসতে চাননি, কিন্তু আসার পর দেখলাম আসাটা সত্যিই কাজে এসেছে। প্রশিক্ষকরা খুবই দক্ষ ও ভাল ছিলেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক নতুন বিষয় শিখতে পেরেছেন। প্রশিক্ষণে ১০টি সমবায় সমিতির মোট ১৬ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেলস্ ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তা ও ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের ইনচার্জ লিন্টাস মাইকেল দেশাই।