ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো কাথলিক মন্ডলীর সামাজিক শিক্ষা-নীতি বিষয়ক সেমিনার

অনুষ্ঠিত হলো কাথলিক মন্ডলীর সামাজিক শিক্ষা-নীতি বিষয়ক সেমিনার

0
245

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকার মোহাম্মদপুর সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে কাথলিক মন্ডলির শিক্ষা-নীতি বিষয়ক সেমিনার।

কাথলিক বিশপ সম্মিলনী বাংলাদেশ-এর আয়োজনে এবং কারিতার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (সিডিআই)-এর ব্যবস্থাপনায় ২৬ মে, এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ ওএমআই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, চট্টগ্রামের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসিসহ বিভিন্ন ধর্মপ্রদেশের বিশপগণ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজসহ কারিতাসের বিভিন্ন ট্রাস্টের পরিচালক, ঢাকা মহাধর্মপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্রতধারী-ব্রতধারীণিবৃন্দ।

সভাপতির স্বাগত বক্তব্যের পর শুরু হয় মূল আলোচনা। কাথলিক মন্ডলির সামাজিক শিক্ষার মূলবিষয় ও নীতি- ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, কাথলিক মন্ডলির শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মূল-নীতি-সিস্টার শিখা গমেজ সিএসসি, মানব-ভ্রাতৃত্ব সেবায় সামাজিক শিক্ষা ও আন্তঃধর্মীয় সংলাপ-আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ ওএমআই বিষয়ভিত্তিক আলোচনা করেন।

এ দিন সিবিসিবি কর্তৃক পূণ্যপিতা পোপ ফ্রান্সিসের প্রৈরিতিকপত্র ‘একান্ত বাসনা করেছি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় গ্রন্থ পরিচিতি: শিক্ষা ও সেবা- কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, প্রৈরিতিকপত্র পরিচিতি: একান্ত বাসনা করেছি- বিশপ জেভার্স রোজারিও, শিক্ষা ও সেবা গ্রন্থের উপর আলোচনা- ফাদার তুষার জেমস গমেজ আলোচনা করেন। শেষে সমাপনী ও ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ময়মনসিংহের বিশপ পল পনেন কুবি সিএসসি।