শিরোনাম :
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মোহাম্মদপুর শাখার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ডিসিনিউজ ।। ঢাকা
উদযাপন করা হলো বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মোহাম্মদপুর শাখার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। ২৭ মে, ঢাকার মোহাম্মদপুর প্রেসব্রিটারিয়ান চার্চে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসোসিয়েশনের মোহাম্মদপুর শাখার প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট নির্মল রোজারিও, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, সিডিআই পরিচালক নিশারন থিওফিল নকরেক, চিলড্রেন গার্ডেন স্কুলের চেয়ারম্যান যোসেফ মধু, ঢাকা ক্রেডিটের সাবেক ট্রেজারার পিটার রতন কোড়াইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৬৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রতিষ্ঠাকালীন মহৎপ্রাণ ব্যক্তি প্রয়াত অ্যাডভোকেট প্রমোদ মানকিন, প্রয়াত পিটার রড্রিক্স, প্রয়াত টিডি রোজারিওসহ প্রয়াত সকল নেতৃবৃন্দের কথা স্বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নির্মল রোজারিও। তিনি বলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন গঠন করা হয়েছে যাতে বাংলাদেশের খ্রিষ্টান জনগণ তাদের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারে। এ সময় তিনি আশ্বাস দেন গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এসোসিয়েশনের ১০দফা দাবী তুলে ধরবেন এবং ইস্টার সানডেতে সরকারী ছুটি প্রদানের জন্য জোর দাবী জানাবেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কোনো আর্থিক প্রতিষ্ঠান নয়, এই সংগঠন আমাদের কমিউনিটির অধিকার আদায়ে কাজ করে থাকে। এসোসিয়েশনের সকল শাখায় বার্ষিক অনুষ্ঠানগুলো পরিচালনার জন্য আলাদা ফান্ড তৈরি করতে হবে।’ এ সময় তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সরকারের নিকট সকল দাবী আদায়ের জন্য লবিস্ট নিয়োগের কথা বলেন।
এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পরিধি এখন বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, কোরিয়া, কানাডাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে এসোসিয়েশনের শাখা গঠন করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু এবং খ্রিষ্টান আদিবাসীদের উপর যখনই কোনো অধিকার আদায়ে অথবা কোনো নির্যাতনের শিকার হয়, তখন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রতিবাদ করে এবং সমস্যা সমাধানে এগিয়ে আসে। এ সময় তিনি সরকারের নিকট এসোসিয়েশনের ১০দফা দাবী তুলে ধরেন।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ বলেন, ‘বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বিশ্বব্যাপি প্রাতিষ্ঠানিকরূপ পেতে যাচ্ছে। এসোসিয়েশন আমাদের সকল ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।’
এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।