ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized বৃহত্তর ভাটারা এলাকায় যুবাদের নিয়ে ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের যুব সেমিনার

বৃহত্তর ভাটারা এলাকায় যুবাদের নিয়ে ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের যুব সেমিনার

0
308

ডিসিনিউজ ।। ঢাকা
আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করি’ স্লোগানে ভাটারা এলাকায় যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো যুব সেমিনার।
১৭ জুন , ভাটারাতে ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে এই যুব সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় ছিল ‘মূল্যবোধ, পেশা নির্বাচন ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক।’ সার্বিক সহযোগিতায় ছিল নয়ানগর হারভেস্ট ইয়ুথ গ্রুপ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট এবং ফাউন্ডেশনের ট্রেজারার পাপড়ি দেবী আরেং। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, এপিসকপাল যুব কমিশনের নির্বাহী সচিব এবং জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ রিবেরু সিএসসি, নয়ানগর এজি চার্চ -এর পাস্টর রেভাঃ আনন্দ বাড়ৈসহ ভাটারা এলাকার প্রায় ৬০ জন যুবক-যুবতীবৃন্দ।

সকালে শুরুতেই প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিগণ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় যুব সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও। যুব সেমিনারে সার্বিক তত্ত্বাবধান এবং সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের যুব সমন্বয়কারী জেকসন নিকোলাস রোজারিও এবং রকি সরকার।

“মূল্যবোধ, পেশা নির্বাচন ও আার্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক” এই তিনটি বিষয়বস্তুর উপর আলোকপাত করে সারাদিন ব্যাপী এই যুব সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল্যবোধের উপর এপিসকপাল যুব কমিশনের নির্বাহী সচিব এবং জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ রিবেরু সিএসসি, পেশা নির্বাচনের উপর ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও, আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক-এর উপর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন বিষয়ভিত্তিক আলোচনা করেন।

বক্তাগণ মূল্যবোধ, পেশা নির্বাচন ও আার্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কে বিভিন্ন প্রায়োগিক দিক তুলে ধরেন। বক্তব্যে অতিথিবৃন্দরা অংশগ্রহণকারীদের সেমিনারে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানান। সেই সাথে এই সেমিনার থেকে যেন ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার দিক নির্দেশনা লাভ করতে পারেন সেই আহ্বান জানান। ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রত্যেককে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে। বর্তমানে ব্যাপক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়, তাই এখন থেকেই ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করা ছাড়া কোন বিকল্প নেই। এছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে ভবিষ্যতের জন্য পেশা নির্বাচন এবং সম্পর্ক উন্নয়ন করতে হবে বলেন বক্তারা।