ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে নেপালের প্রতিনিধি দলের মতবিনিময় ও পরিদর্শন

ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে নেপালের প্রতিনিধি দলের মতবিনিময় ও পরিদর্শন

0
229

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে নেপাল থেকে আগত ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে ঢাকা ক্রেডিট পরিদর্শন করেন নেপালের প্রতিনিধি দল।

২৫ জুন, সন্ধ্যা ৭টায় ঢাকা ক্রেডিট পরিদর্শন শেষে সমিতির প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাইকেল জন গমেজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি, সুপারভাইজরি কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মীবৃন্দ।

নেপালের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন নেপালের ডিসট্রিন কো-অপারেটিভ ফেডারেশনের চেয়ারম্যান হরিপ্রসাদ পাউডেল, নেপচুনের বোর্ড সদস্য বিদ্যা কৈফালা, বাংমাটি প্রভিডেন্স কো-অপারেটিভের বোর্ড সদস্য তেজেন্দ্র খাদকা, ডিস্ট্রিক ফেডারেশনের পরামর্শক ভানু ভক্ত এবং কাবল’র সহকারী মেনেজার ভিনসেন্ট চিসিম।
পরিদর্শনের শুরুতে ঢাকা ক্রেডিট পরিবার অতিথিদের ফুল ও তিলক পড়িয়ে বরণ করে নেয়। পরবর্তীতে অতিথিবৃন্দরা ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এরপর ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে তারা মতবিনিময় করেন।

এ সময় ঢাকা ক্রেডিটের মি. প্রেসিডেন্ট অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানায় ঢাকা ক্রেডিটে পরিদর্শনে আসার জন্য। তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করেন।

এ দিন ঢাকা ক্রেডিটের উপর নির্মিতব্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।