ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট পবিত্র কোরআন শরীফ পোড়ানোয় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন

পবিত্র কোরআন শরীফ পোড়ানোয় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন

0
197

ডিসিনিউজ।।ঢাকা
২৮ জুন পবিত্র ঈদুল আযহার দিন সুইডেনের স্টকহোমে ইসলাম ধর্মাবলম্বীগনের পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিঃ নির্মল রোজারিও এবং মহাসচিব মিঃ হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে এ অপরিনামদর্শী ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

তাঁরা বলেছেন, ইহা এক ন্যাক্কার জনক ঘটনা, যা বিশ্ব শান্তি ও মানবতা রক্ষায় মোটেও সহায়ক নয় বরং উস্কানিমূলক। কোন পক্ষেরই এ ধরনের ঘটনাকে সমর্থন এবং সহায়তা করা উচিত নয়। প্রতিটি ধর্ম গ্রন্থই পবিত্র। যুগ যুগ ধরে এই ধর্মগ্রন্থসমূহ মানবতার বিকাশ, রক্ষা এবং লালনে অনিন্দ ভূমিকা পালন করেছে এবং এখনো করছে। বাক স্বাধীনতা অর্থ যা ইচ্ছা তাই করা নয়, একজনের বাক স্বাধীনতা অন্যের বাক স্বাধীনতা ও মর্যাদাকে ভুলণ্ঠিত করতে পারে না। এটা আমাদের সকলকেই বুঝতে হবে, পৃথিবীর যে প্রান্তেই আমরা বসবাস করি না কেন। আমরা আশা করি ভবিসৎতে এ ধরনের ন্যাক্কার জনকও অবিবেচনাপ্রসূত কাজ থেকে সংশ্লিষ্ট সকলেই বিরত থেকে বিশ্ব শান্তি, মানবতা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা পালন করবেন। বিশ্ব মানবতার জয় হউক আমরা সে কামনা করছি।