ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি কালচারাল একাডেমির রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ডিসি কালচারাল একাডেমির রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

0
215

ডিসিনিউজ ।। ঢাকা
১৩ জুলাই, ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্রেডিটের ডিরেক্টর এবং ডিসি কালচারাল একাডেমির আহবায়ক মনিকা গমেজের সভাপতিত্বে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর ষ্টেলা হাজরা, নিরাপদ হালদার, সুব্রত রিচার্ড রোজারিও, শিপন রোজারিও ও মনোজ ক্লেমেন্ট গমেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুশান্ত কুবি, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, সিও (প্রজেক্ট ও মার্কেটিং) সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন, ডিসি কালচারাল একাডেমির প্রিন্সিপাল অণিমা মুক্তি গমেজসহ ডিসি কালচারাল একাডেমির শিখার্থী এবং অভিভাবকবৃন্দ।

ডিসি কালচারাল একাডেমি এই প্রথমবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করেছে। অনুষ্ঠানে ‘তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই’ গানে ছোটদের দল এবং ‘জয় হউক জয় হউক’ গানে নৃত্য পরিবেশন করেন জুনিয়র ৩য় বর্ষের শিক্ষার্থ ী ‘আমরা সবাই রাজা’ এবং ‘শিউলি তলায় ভোর বেলায়’ দুইটি গান পরিবেশন করেন সংগীত বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং তবলার লহরা পরিবেশন করেন তবলা বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।
রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, “২০০৯ সালে এই একাডেমি শুরু হয়েছে। সদস্যদের একাডেমি প্রতিষ্ঠার গুরুত্ব বুঝিয়ে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। শিশুদের মানসিক বিকাশে একাডেমির গুরুত্ব রয়েছে। আমি সকল অভিভাবকদের ধন্যবাদ জানাই তাদের সন্তানদের মানসিক বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য।”

অনুষ্ঠানে বক্তাগণ সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহীত করেন। সেই সাথে যারা কালচারাল একাডেমিতে শিক্ষানবিস রয়েছেন, সাংস্কৃতিক পরিমন্ডলে অগ্রযাত্রার জন্য সহায়তার হাত অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। বক্তাগণ বলেন, ‘যে জাতি যত বেশি নিজেদের সংস্কৃতির বিষয়ে সচেতন, সেই জাতি ততো বেশি উন্নতি সাধন করেছে। তাই তোমাদের সংস্কৃতির চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আর যারা ডিসি কালচারাল একাডেমিতে রয়েছ, তোমরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম অর্জন করবে বলে আশা করি।’

অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন কালচারাল একাডেমির প্রিন্সিপাল অণিমা মুক্তি গমেজ এবং উপস্থাপনা করেন ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির তবলা বিভাগের ছাত্রী সৃজনী কোড়াইয়া।