ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ও ধরেন্ডা ক্রেডিটের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা ও ইআরপি সফটওয়্যারের...

ঢাকা ক্রেডিট ও ধরেন্ডা ক্রেডিটের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা ও ইআরপি সফটওয়্যারের ড্যামো প্রদর্শন

0
311

ডিসিনিউজ।। ঢাকা

১৫ জুলাই দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা (ঢাকা ক্রেডিট) -এর ডানিয়েল কোড়াইয়া সভাকক্ষে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (ধরেন্ডা ক্রেডিট) -এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ও ঢাকা ক্রেডিট কর্তৃক তৈরিকৃত সফটওয়্যার ইআরপি (এন্টারপ্রাইস রিসোর্স প্ল্যানিং) সংক্রান্ত ড্যামো প্রদর্শন করা হয়।

মতবিনিময় ও ড্যামো প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লিটন টমাস রোজারিও, আইসিটি কনসালটেন্ট অলড্রিন টমাস গেইন, ধরেন্ডা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট রিপ্লী ডেনিস ক্রুশ, সেক্রেটারি বিকাশ পলিনুস কোড়াইয়া, ট্রেজারার বাপ্পি ড্রাসিয়াস গমেজ, ডিরেক্টর রিংকু সি. বিশ্বাস, পর্যবেক্ষক পরিষদের সদস্য লিওন রেগো, এলেক্স রোজারিও, ভারপ্রাপ্ত চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পিন্টু রোজারিওসহ ঢাকা ক্রেডিট এবং ধরেন্ডা ক্রেডিটের উর্ধ্বতন কর্মীবৃন্দ।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা এর নিজস্ব টিম কর্র্তৃক তৈরীকৃত ক্রেডিট ইউনিয়ন সফটওয়্যার ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সংক্রান্ত ড্যামো দেখার জন্য ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। ঢাকা ক্রেডিটের আইসিটি কনসালটেন্টসহ আইসিটি বিভাগের অন্যান্য অফিসারগণ এ সময় উপস্থিত থেকে ড্যামো প্রদর্শনে সহযোগিতা করেন। ধরেন্ডা ক্রেডিটের নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিট কর্তৃক তৈরীকৃত সফটওয়্যার ইআরপি-এর ড্যামো দেখে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, স্বল্প সময়ে স্মার্টভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা, তথ্য ঝুঁকি হ্রাস এবং ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে পেপারলেস প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে ঢাকা ক্রেডিট এই সফটওয়্যার তৈরি করেছে। ঢাকা ক্রেডিটের ২০২২-২৩ অর্থ বছরের কার্যক্রম এই সফটওয়্যারের মাধ্যমে সফলভাবে পরিচালিত হয়েছে। তাছাড়া ঢাকা ক্রেডিটের নিজস্ব আইসিটি টিম কর্তৃক তৈরিকৃত সফটওয়্যারের মাধ্যমে এটিএম সার্ভিসও ইতিমধ্যে চালু রয়েছে। ঢাকা ক্রেডিট তার নিজস্ব সফটওয়্যার এবং এটিএম সার্ভিস অন্যান্য ক্রেডিট ইউনিয়ন বা সমজাতীয় আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী।