ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পরলোকে পাড়ি জমালেন বিশিষ্ট গীতিকার সাইমন গমেজ

পরলোকে পাড়ি জমালেন বিশিষ্ট গীতিকার সাইমন গমেজ

0
806

ডিসিনিউজ।। ঢাকা

সবাইকে কাঁদিয়ে পরপাড়ে পাড়ি জমালেন বিশিষ্ট গীতিকার, সুরকার, লেখক, সংগীত শিল্পী, বিশিষ্ট ব্যবসায়ী এবং ঢাকা ক্রেডিটের সম্মানিত উপদেষ্টা সাইমন গমেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ১৮ জুলাই ভোরে তিনি প্রাণত্যাগ করেন। তিনি হৃদরোগজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। বিকাল সাড়ে ৪টায় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায় তার শেষকৃত্যের খ্রিষ্টযাগে পর তাঁকে সমাহিত করা হবে।

সাইমন গমেজের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ। তারা মৃত সাইমন গমেজের আত্মার কল্যাণ কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাইমন গমেজ বাংলাদেশের একজন খ্যাতিমান গীতিকার ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি সমান তালে অবদান রেখেছেন। লাভ করেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

তিনি ১৯৪২ সালের ২৯ নভেম্বর নবাবগঞ্জের দেওতলা গ্রামে জস্মগ্রহণ করেছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অনেক আত্বীয়স্বজন রেখে গেছেন।