ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট গীতিকার সাইমন গমেজ

চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট গীতিকার সাইমন গমেজ

0
408

ডিসিনিউজ।। ঢাকা

সবাইকে কাঁদিয়ে পরপাড়ে পাড়ি জমালেন বিশিষ্ট গীতিকার, সুরকার, লেখক, সংগীত শিল্পী, বিশিষ্ট ব্যবসায়ী এবং ঢাকা ক্রেডিটের সম্মানিত উপদেষ্টা সাইমন গমেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ১৮ জুলাই ভোরে তিনি প্রাণত্যাগ করেন। তিনি হৃদরোগজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

সাইমন গমেজের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ। তারা মৃত সাইমন গমেজের আত্মার কল্যাণ কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাইমন গমেজ বাংলাদেশের একজন খ্যাতিমান গীতিকার ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি সমান তালে অবদান রেখেছেন। লাভ করেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

বিকাল সাড়ে ৪টায় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর মনিকা গমেজ, মনোজ ক্লেমেন্ট গমেজ, শিপন রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, বকুল রোজারিও, বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল ডি’ প্যারিসসহ ঢাকা ক্রেডিটের অন্যান্য কর্মীবৃন্দ সাইমন গমেজের অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন এবং তাকে সমাহিত করার পর তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

তিনি ১৯৪২ সালের ২৯ নভেম্বর নবাবগঞ্জের দেওতলা গ্রামে জস্মগ্রহণ করেছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অনেক আত্বীয়স্বজন রেখে গেছেন। তিনি ডিসি জিমের ইন্সট্রাক্টর টনি গমেজের পিতা।