ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন কমিটি সদস্য...

চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন কমিটি সদস্য উইলিয়াম রোজারিও

0
499

ডিসিনিউজ।। ঢাকা
সবাইকে কাঁদিয়ে পরপাড়ে পাড়ি জমালেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন কমিটি সদস্য উইলিয়াম রোজারিও। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৩ আগষ্ট সকালে তিনি প্রাণত্যাগ করেন।

উইলিয়াম রোজারিওর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ। তারা মৃত উইলিয়াম রোজারিওর আত্মার কল্যাণ কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিকাল ৪টায় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, কাককো লি: এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, প্রাক্তন ডিরেক্টর রুপম পিউরীফিকেশন, প্রাক্তন ডিরেক্টর সলোমন রোজারিওসহ ঢাকা ক্রেডিটের অন্যান্য কর্মীবৃন্দ উইলিয়াম রোজারিওর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন এবং তাকে সমাহিত করার পর তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

তিনি একসময়ের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় ছিলেন এবং পরবর্তীতে নামকরা ফুটবল কোচ ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।