ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কারিতাস বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন

কারিতাস বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন

0
210

ডিসিনিউজ ।। ডেক্স

বিনম্র শ্রদ্ধায় পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

১৫ আগস্ট, রাজধানী ঢাকার শান্তিবাগে কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত পরিবারের সকলের বিনম্র শ্রদ্ধা জানানো এবং তাঁদের আত্মার কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে সংস্থার কর্মসূচি পরিচালক সুক্লেশ জর্জ কস্তা, অর্থ ও প্রশাসন পরিচালক রিমি সুবাস দাশসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সুক্লেশ জর্জ কস্তা বলেন, ‘যে মানুষটি জন্ম থেকে এদেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখেছেন, সংগ্রাম করেছেন সেই মানুষটিকে ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়। তবে তিনি যে প্রেরণা রেখে গেছেন, সে প্রেরণা নিভে যায়নি। যে আদর্শ বঙ্গবন্ধু রেখে গেছেন, আসুন সে আদর্শ অনুসরণ করি ও দেশ বির্নিমাণে অংশিদার হই।’

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার কল্যাণ কমনা, বঙ্গবন্ধুর জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবনের উপর সহভাগিতা। এছাড়া শোক দিবসে অনুভূতি প্রকাশ করেন লিলি আন্তুনিয়া গমেজ ও মেইনথিন প্রমিলা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিবা মেরী ডি’রোজারিও।