শিরোনাম :
জাতীয় সমবায় পুরস্কারের জুরি বোর্ডের সদস্য নির্বাচিত পংকজ গিলবার্ট কস্তা
ডিসিনিউজ ।। ডেক্স
জাতীয় সমবায় পুরস্কারের জুরি বোর্ডের সদস্য নির্বাচিত হলেন কাককো’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা।
১৭ সেপ্টেম্বর, সরকারী এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সীদ্ধান্ত জানানো হয়। জাতীয় সমবায় পুরষ্কার নীতিমালা-২০১১ মোতাবেক জাতীয় কমিটিতে মনোনয়ন পাওয়ায় ঢাকা ক্রেডিট পরিবার তাঁকে অভিনন্দন জানায়।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ পংকজ গিলবার্টের এই মনোনয়নে শুভেচ্ছা জানান। সেই সাথে তার উপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সাথে সুন্দর মতো করে যেতে পারেন সেই কামনাও করেন।
তিনি এর আগে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে জাতীয় পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার লাভ করেন।