ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পরপারে চলে গেলেন তরু রে

পরপারে চলে গেলেন তরু রে

0
233

ডিসিনিউজ ।। ঢাকা

সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন লক্ষ্মীবাজার নিবাসী তরু রে! মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

২৪ অক্টোবর, রাত ৯টায় মিটফোর্ড হাসপাতালে বার্ধক্যজনিত রোগের কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নিজ পরিবারের সাথে লক্ষ্মীবাজার নিজ বাড়িতে বাস করতেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

২৫ অক্টোবর, শেষকৃত্যানুষ্ঠান শেষে ওয়ারী কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও এবং এসোসিয়েশনের সদস্য মলয় নাথসহ আরো অনেকে উপস্থিত থেকে মৃতের বিদেহী আত্মার কল্যাণ কামনা করে এবং তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

তরু রে খ্রীষ্টান এসোসিয়েশনের লক্ষ্মীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রে-এর মা। জীবিতকালে তিনি ল²ীবাজার প্যারিসের মারিয়া সেনা সংঘের সদস্য এবং সদরঘাট ব্যাপ্টিস্ট চার্চ মহিলা সমিতির সদস্য ছিলেন।