শিরোনাম :
খ্রিষ্টান নাট্যকারের জমি দখলের চেষ্টায় জড়িতদের শনাক্তের আহ্বান নেতৃবৃন্দের
ডিসিনিউজ।। গাজীপুর
গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলার মঠবাড়ি ধর্মপল্লীর নাট্যকার, অভিনেতা ও বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সদস্য বিন্দু সুমন রোজারিও’র জমি দখলের চেষ্টা ও তাকে হয়রানির প্রতিবাদ জানিয়েছে খ্রিষ্টান সমাজের নেতৃবৃন্দ।
২৮ অক্টোবর, বিন্দু সুমন রোজারিও’র বাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিওসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা প্রসাশনের প্রতি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমাধানের আহ্বান জানান।
নির্মল রোজারিও বলেন, বিন্দু সুমন রোজারিও’র সাথে যা হচ্ছে তা অন্যায় হচ্ছে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিন্দুকে হয়রানি করার পেছনে কে বা কারা রয়েছে তা খুঁজে বের করা দরকার।
বিন্দু সুমন তার প্রতি ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়ে বলেন, জমি দখলের উদ্দেশ্যে একটি কুচক্রি মহল তাকে দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে।
“২৪ জুলাই আমাকে পুলিশ সন্দেহবশত হয়রানী করে ও হুমকি দেন। এরপর বিভিন্নভাবে অপরিচিত মানুষ আমার বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করে। আমি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি,”। তিনি উপস্থিত নেতৃবৃন্দের কাছে ঘটনার নিরসন ও নিরাপত্তা দাবি করেন।
বিন্দুর বাড়ী পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দুলাল মজেস রোজারিও, কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলা রোজারিও, তুমিলিয়া ইউনিয়নের মেম্বার সাগর রোজারিও, নাগরী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাকী মারীয়া গমেজসহ আরও অনেকে।