শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালোইন দিবস পালন
ডিসিনিউজ ।। ঢাকা
ফার্মগেট, মনিপুরীপাড়ায় ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পালন করা হলো হ্যালোইন দিবস।
৩১ অক্টোবর, সেন্টারের ক্যাম্পাসে শিশুদের নিয়ে এই হ্যালোইন দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
হ্যালোইন দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টারের শিক্ষক লিপি অ্যাগনেস এবং লিয়া পিউরিফিকেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের চীফ অফিসার সুইটি শিশিলিয়া পিউরিফিকেশন, সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগসসহ শিক্ষক ও সেন্টারের শিশুরা।
এদিন হ্যালোইন দিবস উপজীব্য করে শিশুরা বিশেষ পোশাক পড়ে ও মেকআপ করে।
শুরুতে প্রিন্সিপাল রড্রিগস হ্যালোইন দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এরপর একে একে ছাত্রছাত্রীরা হ্যালোইন দিবসের দলীয় গান, নাচ এবং ছড়া পরিবেশন করে যা হ্যালোইন দিবসের পরিবেশ সৃষ্টি করে।