ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতালের সাথে অন্যান্য সমবায় সমিতির সমঝোতা চুক্তি শুরু

ডিভাইন মার্সি হাসপাতালের সাথে অন্যান্য সমবায় সমিতির সমঝোতা চুক্তি শুরু

‘সমঝোতা চুক্তির শর্ত অনুযায়ী সম্প্রীতি ক্রেডিটের সদস্যগণ এবং তাদের পারিবার ডিভাইন মার্সি হাসপাতালে সেবা নিতে গেলে বেড চার্জের উপর ১৫ শতাংশ, কনসালটেন্সির উপর চেম্বার ডাক্তার ব্যতিত) ১০ শতাংশ, প্যাথলজি টেষ্টের উপর ১৫ শতাংশসহ আরো অনেক সুবিধা পাবে। এছাড়াও সম্প্রীতি ক্রেডিটের সদস্য পরিবারের কেউ ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউট ও মেডিক্যাল কলেজে ভার্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।’

0
332

ডিসিনিউজ।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর অন্যতম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতল লিমিটেডের সাথে সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, (সম্প্রীতি ক্রেডিট) এর সমঝোতা চুক্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে হাসপাতালটির সাথে অন্যান্য সমবায় সমিতির মধ্যে সমঝোতা চুক্তির আনুষ্ঠানিকতা।

শীঘ্রই উদ্বোধন হতে যাওয়া ঢাকা ক্রেডিটের প্রকল্প ডিভাইন মার্সি হাসপতালের সাথে সম্প্রীতি ক্রেডিটের মধ্যে ১৩ জানুয়ারি, একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরীত হয়েছে ঢাকা ক্রেডিটের হল রুমে। ডিভাইন মার্সি হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালটির চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সম্প্রীতি ক্রেডিটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সভাপতি আবুল আহাদ মো. ফয়েজ হোসেন।

চুক্তি স্বাক্ষরের পূর্বে স্বাগত বক্তব্যে কোড়াইয়া উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ডিভাইন মার্সি হাসপাতাল ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প। কিন্তু এই হাসপাতালটি হচ্ছে সমবায়ীদের হাসপাতাল। এই হাসপাতালের মধ্যে দিয়ে আমরা শুধু চিকিৎসা নয়, আমরা সেবা দিব।”

তিনি বলেন, আমরা এখানে নার্সিং ইনস্টিটিউট ও মেডিক্যাল কলেজ করবো যেখানে দেশের এক কোটি ২০ লক্ষ সমবায়ী অগ্রাধীকার পাবে।

ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান কোড়াইয়া জানান, সম্প্রীতি ক্রেডিটই প্রথম যাদের সাথে আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে কিন্তু আরো আনেক সমিতি পর্যায়ক্রমে চুক্তি স্বাক্ষর করার ইচ্ছা পোষণ করেছে।
সমঝোতা চুক্তির শর্ত অনুযায়ী সম্প্রীতি ক্রেডিটের সদস্যগণ এবং তাদের পারিবার ডিভাইন মার্সি হাসপাতালে সেবা নিতে গেলে বেড চার্জের উপর ১৫ শতাংশ, কনসালটেন্সির উপর চেম্বার ডাক্তার ব্যতিত) ১০ শতাংশ, প্যাথলজি টেষ্টের উপর ১৫ শতাংশসহ আরো অনেক সুবিধা পাবে। এছাড়াও সম্প্রীতি ক্রেডিটের সদস্য পরিবারের কেউ ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউট ও মেডিক্যাল কলেজে ভার্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সম্প্রীতি ক্রেডিটের সভাপতি ফয়েজ হোসেন ঢাকা ক্রেডিট ও ডিভাইন মার্সি হাসপাতালের সকল বোর্ড সদস্য ও উপস্থিত সকলকে উক্ত সমঝোতা চুক্তির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা ক্রেডিট এবং ডিভাইন মার্সি হাসপাতালের ভিশনের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।

“আমরা সমবায়ীরা পরস্পর পরস্পরকে সহযোগীতা করবো এটাই হওয়া উচিত। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রে সমবায় অনন্য ভুমিকা রাখতে পারে যার নজির রেখেছে ঢাকা ক্রেডিট এবং ডিভাইন মার্সি হাসপাতাল।” বলেন ফয়েস হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভাইন মার্সি হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহŸায়ক ও ঢাকা ক্রেডিটের প্রক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুজ, হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর বিগ্রে. জে. (অব:) ব্রায়েন কি. হালদারসহ ঢাকা ক্রেডিটের অন্যান্য কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মীগণ।