শিরোনাম :
মিরপুরে ঢাকা ক্রেডিটের মতবিনিময় সভা
ডিসিনিউজ।। ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর আয়োজনে মিরপুরে সদস্য ও উপদেষ্টাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।
১৬ জানুয়ারি অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
সভায় বাংলাদেশ সরকার কর্তৃক সমবায়ের উপর কোম্পানী আইন প্রয়োগের বিষয়টিকে সমবায় সমিতিগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরে প্রেডিডেন্ট কোড়াইয়া সকল সমবায়ীকে এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আহŸান জানান।
তিনি, ঢাকা ক্রেডিট কর্তৃক নির্মিত ডিভাইন মার্সি হাসপাতাল সমবায়ীদের হাসপাতাল হিসেবে উল্লেখ করে এখানে ঢাকা ক্রেডিট এবং অন্যান্য সমবায় সমিতির সদস্যগণ কি ধরণের সেবা পাবে সে সম্পর্কে আলোচনা করেন।
“আমরা বিভিন্ন সমবায় সমিতির সাথে ইতোমধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করছি যাতে করে দেশের সকল সমবায়ী ডিভাইন মার্সি হাসপাতালকে নিজেদের হাসপাতাল হিসেবে মনে করতে পারে এবং এখানে সেবা নিতে পারে।” বলেন কোড়াইয়া
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ, ডিরেক্টর নিরাপদ হালদার, ষ্টেলা হাজরা এবং সুপারভাইজরী কমিটির সেক্রেটারী সুহৃদ গমেজ। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রবার্ট ডি ক্রুজ, প্রদীপ সরকার, প্রদীপ বিশ্বাস, এন্ড্রু শিকদার, প্রত্যেশ মন্ডল, আগষ্টিন বাড়ৈসহ সহ অন্যান্য উপদেষ্টা ও সদস্যবৃন্দ।