ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সাধু আন্তনীর জীবনের মত প্রতিটি খ্রিষ্টানের জীবন হওয়া উচিত

সাধু আন্তনীর জীবনের মত প্রতিটি খ্রিষ্টানের জীবন হওয়া উচিত

0
202

ঢাকা মহাধর্মপ্রদেশের পানজোরায় অনুষ্ঠিত হলো সাধু আন্তনীর তীর্থোৎসব

ডিসিনিউজ।।ঢাকা

“সাধু আন্তনীর জীবনের মত প্রতিটি খ্রিষ্টানের জীবন হওয়া উচিত। আর খ্রিষ্টানের জীবন হওয়া উচিত অন্তরে অদম্য সাহস, ভালোবাসা-ক্ষমার জীবন, ছোট বড় সংকট মোকাবেলা করার সাহসী জীবন, ঈশ্বরের উপার নির্ভরশীল হওয়ার জীবন।” সাধু আন্তনীর তীর্থোৎসবে একথা বলেন ঢাকাস্ত ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কাভিন রোনডাল

নয় দিনের নভেনার মাধ্যমে প্রস্তুতি শেষে প্রতি বছরের ন্যায় এবছরও ২ ফেব্রæয়ারি, গাজীপুর জেলার, কালীগঞ্জ উপজেলার পানজোরায় অনুষ্ঠিত হলো মহান সাধু আন্তনীর তীর্থোৎসব।

বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় এবং প্রাচীন তীর্থস্থান হলো পানজোরার সাধু আন্তনীর তীর্থ যা ১৬৬৩ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তীর্থের নির্ধারিত দিনটিকে ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।

এই বছর তীর্থোৎসবে দুটি খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকার আর্চবিশপ বিজয় এন.ডি’ক্রুজ ও ভাতিকানের রাষ্ট্রদূত রোনডালসহ অন্যান্য ফাদারগণ।

আর্চবিশপ ডি’ক্রুজ বলেন, “আজকে আমরা অনেক আনন্দিত, গত কাল বৃষ্টি ছিল এবং আমরা দুঃশ্চিন্তায় ছিলাম। কিন্তু সাধু আন্তনীর আশির্বাদ ও আপনাদের ভক্তি ভালোবাসায় আজকে পুরো রৌদ্্রজ্জল পরিবেশ, আপনারা আপনাদের ভক্তি ভালোবাসা আরো বাড়াবেন।”

তিনি বলেন, সাধু আন্তনীর যে আকাক্সক্ষা ছিল যীশুকে পাওয়ার জন্য, আমাদেরও উচিত সাধু আন্তনীর শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা তাহলে খ্রিষ্টান হিসেবে আমাদের জীবন পরিপূর্ণ হবে,”

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকেও হাজার হাজার সাধু আন্তনীর ভক্ত এই তীর্থোৎসবে যোগদান করে, প্রার্থনা করে, মানত রাখে এবং পূর্বের রেখে যাওয়া মানতের জন্য সাধু আন্তনীর মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানান।

হাজারো সাধু আন্তনীর ভক্তের সাথে সামিল হতে তীর্থোস্থানে উপস্থিত হয়ে খ্রীষ্টযাগে যোগ দেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারী জন মাইকেল গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাবু মার্কুস গমেজ, পংকজ গিলবার্ট কস্তা, দি মেট্টোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন, বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসি এর প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।