ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত

মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত

0
298

বাংলাদেশের রাজধানী ঢাকার মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলার বা গার্ডার পড়ে একজন নিহত হয়েছেন।

রাত সোয়া দুইটার দিকে ফ্লাইওভারের একটি গার্ডার ক্রেন দিয়ে উঠানোর সময় হঠাৎ করে তার ছিঁড়ে সেটি নিচে পড়ে যায়।

এতে অন্তত নিচে থাকা তিনজন মারাত্মকভাবে আহত হন।

এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পরই মারা যান একজন।

নিহত ব্যক্তির নাম বা পরিচয় নিশ্চিত করে বলতে পারেননি উপপরিদর্শক মিয়া।

তিনি জানিয়েছেন, নিহত ব্যক্তি ফ্লাইওভার নির্মাণে সংশ্লিষ্ট ছিলেন না বলে তারা জানতে পেরেছেন।

ফলে আহতদের সাথে হাসপাতালে আসা কেউ তাকে শনাক্ত করতে পারেননি।

আহত অপর দুইজনের চিকিৎসা চলছে।

এদিকে, গার্ডার পড়ে রেললাইন আটকে যাওয়ায় রাত সোয়া ২টা থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তবে, সকালে সেখান থেকে গার্ডার সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।

আরবি/ আরপি/ ১৩ মার্চ, ২০১৭