ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ‘সিরিয়া: শান্তি স্থাপন সম্ভব’ বিষয়ক ক্যাম্পেইনে কারিতাস মিরপুর কমপ্লেক্স

‘সিরিয়া: শান্তি স্থাপন সম্ভব’ বিষয়ক ক্যাম্পেইনে কারিতাস মিরপুর কমপ্লেক্স

0
687

যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার শান্তি কামনায় এবং গৃহযুদ্ধ বন্ধে ‘সিরিয়া: শান্তি স্থাপন সম্ভব’ বিষয়ক ক্যাম্পেইনে মিলিত হয় কারিতাস মিরপুর কমপ্লেক্সের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, কর্মী এবং ছাত্রছাত্রীরা।।

১৪ মার্চ, ২০১৭ (মঙ্গলবার) ঢাকার মিরপুর কারিতাস কমপ্লেক্সে কারিতাস ঢাকা অঞ্চল, মট্স, সিটিএসপি (কারিতাস টেকনিক্যাল স্কুল প্রজেক্ট), সিএইচএনএফপির কর্মকর্তা, কর্মী এবং মট্সের ছাত্রছাত্রীরা এই ক্যাম্পেইনে অংশ নেয়।

সকাল ৯টায় মট্স ক্যাম্পাসের মাঠে ছাত্রছাত্রীরা সার্কেলের মাধ্যমে “PEACE FOR SYRIA” লিখে শান্তি কামনায় অংশ নেয়। মানুষের দ্বারা তৈরি সার্কেলের মাধ্যমে “PEACE FOR SYRIA” গোটা সিরিয়ার শান্তির সাথে একাত্মতা প্রকাশ করছে বলে সকলে মত প্রকাশ করে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের পরিচালক জ্যোতি গমেজ, মট্স পরিচালক আখিলা ডি’রোজারিও, সিটিএসপি প্রজেক্ট ম্যানেজার ডমিনিক দিলু পিরিছসহ দুই শ ৫০ জন কারিতাস কর্মী এবং আট শ ছাত্রছাত্রী।

02‘২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয় এবং এ বছর মার্চের ১৫ তারিখ ৭ম বর্ষে পদার্পন করবে। সিরিয়ার রাজনৈতিক গৃহযুদ্ধের কারণে তারা এখন সবচেয়ে বেশি অনাহারী এবং ক্ষতিগ্রস্ত।’ বলেন মট্স পরিচালক ডি’রোজারিও।

তিনি বলেন, সিরিয়ার এই গৃহযুদ্ধে ৪ লক্ষ ৫০ হাজার মানুষ নিহত, ৪৮ লক্ষ ৫০ হাজার মানুষ উদ্বাস্তু (২ লক্ষ ২৪ হাজার শিশু এবং ৩০ লক্ষ ৬ হাজার নবজাত) এবং ৬ লক্ষ ৩০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রয়েছে। ‘আমরা দীর্ঘ নয় মাস আমাদের দেশের জন্য যুদ্ধ করেছি, তাই আমরা বুঝতে পারি কীভাবে সিরিয়ার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আজ আমরা এখনে জড়ো হয়েছি সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করতে।’

কারিতাস ঢাকা আঞ্চলের পরিচালক গমেজ বলেন, সিরিয়ায় কী ঘটছে তা আমাদের কারোরই অজানা নয়। সিরিয়ার মানুষের চরম দুর্ভোগ এবং অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও বিশ্ব নেতাদের গৃহযুদ্ধ বন্ধ করার প্রচেষ্টায় গুরুত্বের অভাব রয়েছে।

03পরিচালক গমেজ আরো বলেন, এক জনও মুক্ত না হলে, আমরা কেউই স্বাধীন নয়। আজ আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ব নেতাদের একত্রে সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় অংশগ্রহণকারীরা ‘সিরিয়া: শান্তি স্থাপন সম্ভব’ বলে স্লোগান দেয়।

প্রসঙ্গত ১ জানুয়ারি, ২০১৬ সিরিয়ার চলমান গৃহযুদ্ধ নিরসনে কারিতাস ইন্টারন্যাশনালিজ ‘সিরিয়া: শান্তি স্থাপন সম্ভব’ বিষয়ক অভিযান ঘোষণা করে, যার শুভ সূচনা করেন কারিতাস সিরিয়ার প্রেসিডেন্ট মন্সিনিয়র এ্যান্টনি অডো।

আরবি/আরপি/১৪ মার্চ, ২০১৭