ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন করলেন আর. বাসিল

ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন করলেন আর. বাসিল

0
400

ডিসিনিউজ।। গাজীপুর


ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন করেছেন মনিপাল হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর. বাসিল যিনি একজন হাসপাতাল ব্যবস্থাপনা পরামর্শক।

আর. বাসিল প্রায় ৪৪ বছরের বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠিত হাসপাতালের পরিচালনা পরিষদের সাথে যুক্ত রয়েছেন যেমন, এ্যাপোলো হাসপাতালের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, জি.ই মেডিক্যাল সিস্টেমের ভাইস প্রেসিডেন্টসহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আর. বাসিল ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের নানা দিক দিয়ে পরামর্শ প্রদান করেন।
সকালে ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বাসিলকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডিভাইন মার্সি হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুস গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুজ, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও মেজর জেনারেল (অবঃ) জন গমেজ, প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন ফ্রান্সিস রোজারিও, আর্থিক পরিচালক শীরেন সিলভেস্টার গমেজ, মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার (অবঃ) ব্রায়েন বি. হালদার প্রমুখ।

আর. বাসিল হাসপাতালটি পরিদর্শন শেষে বলেন, “এত সুন্দর অবকাঠামো ও নিবিড় পরিবেশে এমন হাসপাতাল দেখা যায় না। এখন শুধু সেবার মান নিশ্চিত করতে পারলেই সকলের মুখে মুখে এর সুনাম ছড়িয়ে পড়বে।”

আর.বাসিল হাসপাতালকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন পরামর্শ, বিভিন্ন চিকিৎসার জন্য মেশিনারীজ, বিভিন্ন টেস্ট, অপারেশন, চিকিৎসক এবং নার্সদের গুণগতমান নিয়ে আলোচনা করেন।

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, “নানা প্রতিকূলতার পরেও ৩১ জানুয়ারি, আমরা আমাদের হাসপাতাল আশির্বাদের মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করি। আগামী এপ্রিল মাসে পূর্ণমাত্রায় আমাদের হাসপাতালটি সেবা দিতে পারবে, এবং আমরা শতভাগ সেবা নিশ্চিত করবো।,”