শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে মা দিবস উদযাপন
মা দিবসের তাৎপর্যকে সন্তানদের মাঝে তুলে ধরতে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রকল্প ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে উদযাপন করা হয়েছে মা দিবস।
১২ মে, মা দিবসে মায়ের প্রতি সম্মান প্রদর্শন, মাতৃত্বের প্রতি সম্মান ও সন্তানের জীবনে মায়ের ভুমিকাকে বুঝানোর জন্য ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের মধ্যে চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি, গান প্রতিযোগীতার আয়োজন করা হয়।
শিশুরা বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে মায়ের প্রতি সম্মান ও নিজেদের জীবনের মায়ের ভুমিকাকে উপস্থাপন করে। পরে শিশুরা নিজের আঁকা কার্ড মায়েদের উপহার দেয় ও শুভেচ্ছা জানায়।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার ঢাকা ক্রেডিটের শিক্ষা প্রকল্প যা তেজগাঁওয়ের মনিপুরিপাড়ায় নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে।