ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সমবায় সমিতির সাথে ঢাকা ক্রেডিটের মতবিনিময়...

ডিভাইন মার্সি হাসপাতাল উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সমবায় সমিতির সাথে ঢাকা ক্রেডিটের মতবিনিময় সভা

0
281

ডিসিনিউজ ।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল উদ্বোধন উপলক্ষে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন কো-অপারেটিভের নেতৃবৃন্দের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বি.কে গুড কনফারেন্স হলে ১৪ মে, অনুষ্ঠিত মত বিনিময় সভায় ডিভাইন মার্সি হাসপাতালের উদ্বোধনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচান করা হয়।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তার স্বাগত বক্তব্যে বলেন, ‘অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল উদ্বোধন করার জন্য। এখানে উপস্থিত আপনাদের সকলের সার্বিক সহায়তা কামনা করি উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য আপনারা পাশে থাকবেন।’

আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা এর প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি জন মাইকেল গমেজ, ঢাকা ক্রেডিটের ট্রেজারার সুকুমার লিনুস ক্রুজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:(এমসিসিএইচএস) –এর সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডল, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওসহ অন্যান্য বিভিন্ন কো-অপারেটিভের নেতৃবৃন্দ।