ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নিজ ধর্মপল্লিতে সংবর্ধিত বিশপ সুব্রত বনিফাস গমেজ

নিজ ধর্মপল্লিতে সংবর্ধিত বিশপ সুব্রত বনিফাস গমেজ

0
150

ডিসিনিউজ।।গাজীপুর

নব অভিষিক্ত ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারি বিশপ সুব্রত বনিফাস গমেজ নিজ ধর্মপল্লিতে ধন্যবাদের খ্রীষ্টযাগ অর্পণ করেছেন এবং খ্রীষ্টযাগের পরে ধর্মপল্লীর পক্ষ থেকে বিশপকে সংবর্ধনা প্রদান করা হয়।

বিশপ সুব্রত বনিফাস গমেজের বাড়ী গাজীপুর জেলার কালিগঞ্জ থানার রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পূর্বপাড়া গ্রামে।

১৭ মে, সকালে বিশপ গমেজ নিজ ধর্মপল্লীর গির্জায় ধন্যবাদের খ্রীষ্টযাগ অর্পন করেন, খ্রীষ্টযাগের পরে গ্রামবাসী এবং ধর্মপল্লীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন  নব অভিষিক্ত ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারি বিশপ সুব্রত বনিফাস গমেজ।

খ্রীষ্টযাগে গ্রামবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। খ্রীষ্টযাগের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সেক্রেটারী মাইকেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ, ডিরেক্টর মনিকা গমেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশপ সম্মিলনীর চেয়ারম্যান ও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই-এর নেতৃত্বে ৩ মে, রমনা ক্যাথিড্রালে বিশপ সুব্রত’র বিশপীয় অভিষেক অনুষ্ঠিত হয়েছিল।