ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল ও মিশরের সেন্ট পল কপটিক সার্ভিসের মধ্যে সমঝোতা চুক্তি...

ডিভাইন মার্সি হাসপাতাল ও মিশরের সেন্ট পল কপটিক সার্ভিসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

0
193

বাংলাদেশের জনসাধারণের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ডিভাইন মার্সি হাসপাতাল ও মিশরের সেন্ট পল কপটিক মেডিকেল সার্ভিসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২ জুন, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখোলায় দি খ্রীষ্টান-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর বৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর হল রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

হাসপাতালটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও মিশরের সেন্ট পল কপটিক সার্ভিসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সেন্ট পল কপটিক মেডিক্যাল সার্ভিসের কো-অর্ডিনেটর ডা:লামিয়া কামাল হান্না।

হাসপাতালের চেয়ারম্যান কোড়াইয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উপস্থিত সেন্ট পল কপটিক সার্ভিসের তিন জন প্রতিনিধিকে ডিভাইন মার্সি হাসপাতালে স্বাগতম জানান। তিনি বলেন, ডিভাইন মার্সি হাসপাতাল শুধু হাসপাতাল নয় এর মাধ্যমে আমরা যীশু খ্রীষ্টের স্বাক্ষ্য বহন করছি।

“সেন্ট পল কপটিক সার্ভিসের সেবা ও ডিভাইন মার্সি হাসপাতালের সেবা একই উদ্দেশ্যে আর তা হলো মানব সেবা। সেন্ট পল কপটিক সার্ভিসের সাথে চুক্তির মাধ্যমে আমাদের এই মানব সেবা আরো মজবুত হবে” বলেন কোড়াইয়া।
কোড়াইয়া ডিভাইন মার্সি হাসপাতাল ও সেন্ট পল কপটিক সার্ভিসের মধ্যে সমঝোতা চুক্তির মধ্যেদিয়ে যে সম্পর্ক তৈরি হয়েছে তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান।

সমঝোতা চুক্তি অনুযায়ী মিশরের সেন্ট পল কপটিক চার্চের মেডিক্যাল সার্ভিস ডিভাইন মার্সি হাসপাতালকে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, হাসপাতালের ডাক্তার ও কর্মীদের প্রশিক্ষণ, বিভিন্ন ধরণের টেকনিক্যাল সার্ভিসে সহযোগিতা করবে। একই সাথে বিশেষজ্ঞ ডাক্তার সরবরাহ, মেডিক্যাল সেন্টার স্থাপনে সহযোগিতা করবে।

কপটিক মেডিক্যাল সার্ভিসের কো-অর্ডিনেটর ডা:লামিয়া কামাল হান্না বলেন, “বিভিন্ন সহযোগিতার পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবামূলক চিকিৎসা, রোগিদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের ব্যবস্থাসহ অন্যান্য ক্ষেত্রে ডিভাইন মার্সি হাসপাতালের পাশে থাকবে কপটিক মেডিক্যাল সার্ভিস।”

তিনি বলেন, আমরা যীশু খ্রীষ্টের দেখানো পথে দরিদ্র ও যাদের চিকিৎসা সেবা প্রয়োজন তাদের জন্য কাজ করি। একই ভাবে আমরা বাংলাদেশে গরিব মানুষ যাদের চিকিৎসার প্রয়োজন তাদের জন্য কাজ করবো। ডিভাইন মার্সি হাসপাতাল আমাদের এই সুযোগ করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

কপটিক মেডিক্যাল সার্ভিস মিশর ভিক্তিক কপটিক অর্থোডক্স চার্চের একটি সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে অনুন্নত দেশগুলোতে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা বাংলাদেশে কার্যক্রম শুরু করছে।

চুক্তি স্বাক্ষরের আগে কপটিক মেডিক্যাল সার্ভিসের কো-অর্ডিনেটর ডা:লমিয়া কামাল হান্না, ডা:মিনা ফরিদ, ডা: পিটার আয়ূব হাকিম হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি ও স্থাপনা দেখে অভিভূত হন এবং প্রসংশা করেন।

এই সময় হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ ও সদস্য সচিব পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ ও ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেংসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। কপটিক মেডিক্যাল সার্ভিসের প্রতিনিধিদলকে হাসপাতাল সম্পর্কে বিস্তারিত অবহিত করেন ডিভাইন মার্সি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার (অব) ব্রাইন বি. হালদার। সমঝোতার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার ও হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও।