ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ

0
92

চয়ন এস. রোজারিও।। ঢাকা

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক সুবিধাবঞ্চিত ও দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অনিমা মুক্তি গমেজের উপস্থিতিতে ৭ জুন, তেজগাঁও হলি রোজারি কনফারেন্স ধর্মপল্লীর পাল-পোরহিত ফাদার জয়ন্ত এস. গমেজ ৩০ টি শাড়ি উপস্থিত সুবিধাবঞ্চিত ও দরিদ্রদের মাঝে তুলে বিতরণ করেন।

এর আগে সাংসদ গমেজ তেজগাঁও চার্চ প্রাঙ্গণে আসে পাল-পোরহিত জয়ন্ত গমেজ তাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শাড়ি উপহার পেয়ে সাংসদ অনিমা মুক্তি গমেজকে ধন্যবাদ ও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা । পাশাপাশি তাদের জীবন-যাপনে কষ্টভোগ, অসহায়ত্ব, চিকিৎসা ও ছেলে-মেয়েদের শিক্ষার জন্য অর্থের অভাব লাগবে পাশে থাকার জন্য আকুল আবেদন জানান।

তেজগাঁও হলি রোজারি কনফারেন্স দীর্ঘ ৫০ বছর যাবত নিঃস্বার্থভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরবে সেবা প্রদান করে যাচ্ছে।

এই মহতী কাজে আমাদের পাশে ধর্মপল্লীবাসী , বিভিন্ন সংস্থা, দেশী-বিদেশী উপকারী বন্ধুমহল এবং মাননীয় সংসদ সদস্যের সমর্থন ও অংশগ্রহণের ফলে তেজগাঁও হলি রোজারি কনফারেন্স কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।