শিরোনাম :
বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি ঈদ-উল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ওসেক্রেটারি
এক যৌথ বিবৃতিতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারী মাইকেল জন গমেজ বলেন, ‘আবারো বছর শেষে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনেরা পবিত্র ঈদুল আযহা (কোরবানির ঈদ) পালন করতে যাচ্ছেন। আমরা তাদের এই আনন্দের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। গরীব দুঃখিদের পাশে দাঁড়িয়ে পূণ্য অর্জনের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা পালন করতে তারা প্রস্তুত হয়েছেন।’
‘আশা করি ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনেরা সুন্দর ও আনন্দঘন পরিবেশে তাদের উৎসব পালন করতে পারবে। অনেক প্রতিকূলতা পার করে লাখো মানুষ তাদের কাছের মানুষের সাথে ঈদ পালন করতে গ্রামের বাড়ি গিয়েছেন এবং যাচ্ছেন। সৃষ্টিকর্তা যেন তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন এবং সবাই যেন আনন্দ মনে ঈদ পালন করতে পারেন সেই কামনা করি।’
এ ছাড়াও বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ চলমান যা মানব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, মানুষে মানুষে বিদ্বেষ ও বৈরিতা সৃষ্টি করছে। যে কারণে সকল ধর্মের মানুষের মাঝে ঐক্য এবং সম্প্রীতি গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঈদুল আযহার শান্তির বার্তা সকলের মধ্যে সম্প্রীতি এবং মিলনবন্ধন তৈরি করুক এই কামনা করি। আশা করি মহান ঈদ সকলকে সহাবস্থান ও কল্যাণের পথে চালিত করবে।
আজকের এই মহান দিনে বিশ্বের এবং বাংলাদেশের মুসলমান ভাইবোনদের প্রতি রইলো আমাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।